31 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫

‘জুলাই হত্যাকাণ্ডের খুনিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে’

চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বলেছেন, খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।

ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রামের শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সারাদেশে শহীদ পরিবারের পাশে দাড়াতে গঠন করা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, নগরীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট- পিটিআই মিলনায়তনে এর আয়োজন হয়।

‘জুলাই হত্যাকাণ্ডের খুনিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে’

বক্তব্যে সারজিস বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। তাদের প্রতিহিত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীসহ বিশিষ্টজনরা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে, বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনে কোন আপোষ হবে না।

অনুষ্ঠানে ১০৫ শহীদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

এনএ/

আরও পড়ুন: জুলাই বিপ্লবের পরিবর্তনকে মেনে নিতে পারছে না ভারত: রিজভী

দেখুন: অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপির গণসংযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন