চট্টগ্রামে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। বলেছেন, খুনিদের ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।
ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রামের শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিতে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। সারাদেশে শহীদ পরিবারের পাশে দাড়াতে গঠন করা শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে, নগরীর প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট- পিটিআই মিলনায়তনে এর আয়োজন হয়।

বক্তব্যে সারজিস বলেন, শেখ হাসিনা ও তাদের দোসররা নতুন রূপে ফিরে আসতে চাইছে। তাদের প্রতিহিত করতে প্রয়োজনে ছাত্র-জনতা আবারও সড়কে নামবে।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীসহ বিশিষ্টজনরা বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে, বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনে কোন আপোষ হবে না।

অনুষ্ঠানে ১০৫ শহীদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
এনএ/