জুলাই পুনর্জাগরণ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি অফিসার ক্লাবে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় তিনি, ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা জানিয়ে বলেন, ছাত্রদের সাহসী ভূমিকা আজকে আমরা বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। এবং আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জনসাধারণ যে সেবা টুকু পাচ্ছে তার জন্য জেলা স্বাস্থ্য বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অতিথিরা অনুষ্ঠানের উদ্বোধন শেষে মেডিকেল ক্যাম্পের স্টলগুলো পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এলাকার অসহায় মানুষও এখান থেকে সেবা নিচ্ছে। আমরা স্বাস্থ্য বিভাগের এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।
ফ্রি মেডিকেল ক্যাম্পে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য স্বাস্থ্য বিভাগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম সুমন, প্রেসক্লাবের সহসভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ জেলার সিনিয়র বিশেষজ্ঞ ডাক্তার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
আয়োজিত মেডিকেল ক্যাম্প থেকে জেলায় জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়।
পড়ুন: ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত
দেখুন: ‘জুলাই সনদের খসড়া আগামীকালের মধ্যে সব দলকে পাঠানো হবে’
ইম/


