জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফেনী জেলা শাখার নবগঠিত কমিটির কার্যক্রম জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে।
আজ শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফেনীর শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের কবরস্থানে জেলা এনসিপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদরা গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে অনন্য অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগ স্মরণ করে জাতীয় নাগরিক পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আপসহীনভাবে এগিয়ে যাবে।
এ সময় নবগঠিত ফেনী জেলা এনসিপির আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া মাহফিল


