25 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

জেলায় জেলায় এখনো নির্দিষ্ট সময় কারফিউ

দেশের চার জেলায় কারফিউ বলবৎ ১৭ ঘণ্টা। জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী। অন্যান্য জেলার প্রশাসন, তাদের মতো করে কারফিউয়ের সময় নির্ধারণ করছে। কোথাও সহিংস পরিস্থিতি নেই। তবে, জনমনে এখনো কিছুটা উদ্বেগ রয়েছে।

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় সবচেয়ে বেশি সময় কারফিউ জারি রাখা হচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা কারফিউ শিথিল থাকছে। অন্যান্য জেলায় দিনের প্রায় অর্ধেক সময় কারফিউয়ের বাইরে থাকছে। এতে জনজীবন অনেকটাই স্বাভাবিক।

রাজবাড়ীতে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ। রাজশাহীতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। যশোরে শিথিল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বরিশালে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা। খুলনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল।

হবিগঞ্জে কারফিউ শিথিলের সময় বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বাকি ১৮ ঘণ্টা বহাল। সিলেটে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল।

রংপুরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর বগুড়ায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল।

কুমিল্লায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ রাখা হয়নি। নোয়াখালীতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন