রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার বলেছেন, জেলা পরিষদের চাকরির জন্য কোনো প্রার্থীকে একটি টাকাও খরচ করতে হবে না। সঠিকভাবে মেধার ভিত্তিতে এবার থেকে সমবন্টন নিশ্চিত করে চাকরি প্রদান করা হবে।
শুক্রবার (২ মে) জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের নবগ্রহ সূত্রশ্রবন, সংঘদান, বুদ্ধ মূর্তি দান, অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তিদানসহ বিভিন্ন দান সামগ্রী উৎসর্গ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠান শুরুতেই বিহারের মন্দির নির্মাণ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বরুন বিকাশ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিহার অধ্যক্ষ শীলানন্দ মহাথের ও সেনাবাহিনীর জুরাছড়ি জোন অধিনায়কের পক্ষে ক্যাপ্টেন মো. মোশাররফ হোসেন সাগরকে ক্রেস্ট প্রদান করা হয়।
পড়ুন: রাঙামাটিতে বিদ্যালয় আঙিনায় পানির ট্যাংক নির্মাণের উদ্যোগ, অভিভাবকদের ক্ষোভ
দেখুন: ১ হাজার টাকায় রাঙ্গামাটি ঘুরোঘুরি
এস


