১৫/০১/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৫/০১/২০২৬, ০:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জৈন্তাপুরে নবাগত ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা তিনি নতুন কর্মস্থলে যোগদান করে অত্র উপজেলার সকল সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ,স্থানীয় সাংবাদিক বৃন্দ, অংশীজন ও সুধীজনের সাথে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় একটি সুন্দর ও সমৃদ্ধশালী জৈন্তাপুর উপজেলা বিনির্মানে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন


৩ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


জৈন্তাপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপজেলার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলি রানী দেব, হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সঞ্জিব, জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) উছমান গনি, ১৭ পরগণা শালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী।


শুভেচ্ছা বিনিময় সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, সুষ্ঠুভাবে নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব বলে সভায় অবগত করেন। তিনি সীমান্তে চোরাচালান রোধ, পাহাড় টিলা কাটা বন্ধ, যানজট নিরসন, মহাসড়কের সংস্কার, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান।


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন আহমদ, প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাকর রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার তালুকদার, খাদ্য পরিদর্শক আব্দুস ছাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, জনস্বাস্থ্য প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খাইরুল ইসলাম, সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, মাস্টার জালাল উদ্দিন, মাষ্টার মোস্তাক আহমেদ, আবু সুফিয়ান বিলাল, ফায়ার সার্ভিসের স্টেশন (ইনচার্জ) প্রদীপ দাস, সমাজসেবী আব্দুস শুকুর, মাওলানা আব্দুল খালিক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি মইনুল মুরসালিন রুহেল, সাংবাদিক গোলাম সরওয়ার বেলাল, ইমাম উদ্দিন, সাজ উদ্দিন সাজু, মুরাদ হাসান, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী প্রনব দাস, জেলা সদস্য সাইফুর রহমান, ছাত্রনেতা ইলিয়াছুর রহমান সহ জৈন্তাপুর, শ্রীপুর সীমান্ত ফাড়িঁর ক্যাম্প কমান্ডার এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।

পড়ুন- গাংনীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দেখুন- সত্যি কি তিনি চিরকুমার? মুখ খুললেন রুহুল কবির রিজভী | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন