19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ঝলমলে সেলফির সাথে এআই নিয়ে পিক্সেল নাইন

গুগল নিয়ে এসেছে সর্বাধুনিক ক্যামেরার পিক্সেল নাইন ফোন যাতে থাকছে দূর্দান্ত পার্ফরম্যান্স আর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর দারুণ সব ফিচার।  

পিক্সেল নাইন, পিক্সেল নাইন প্রো এবং পিক্সেল নাইন প্রো এক্স এল এই ৩টি মডেলে পাওয়া যাবে গুগলের পিক্সেল সিরিজের এই অত্যাধুনিক ফোন। সবগুলো মডেলেই থাকছে একেবারেই নতুন প্রযুক্তির গুগল টেন্সর জি ফোর চিপ। এই চিপটির কারণে আপনি পাবেন ঝকঝকে পিক্সেলের স্ক্রীন।   

একেবারে নতুন চেহারার পিক্সেল নাইন ফোনের সামনের বা ফ্রন্ট ক্যামেরা থাকছে স্ক্রীনের উপরের দিকে মাঝামাঝি। আর পিক্সেল নাইনের চমকে দেওয়া ডিজাইন আপনার হাতে জায়গা করে নিবে বেশ আরামে।

পিক্সেল নাইন হবে পিক্সেল এইটের চেয়েও দ্বিগুন টেকসই। আর বডি ফিনিশিং? একেবারে রেশমের মতো প্রিমিয়াম অনুভূতি।

এই প্রথমবারের মতো প্রো মডেল দুটো সাইজে পাওয়া যাবে। ৬ দশমিক ৩ ইঞ্চির পিক্সেল নাইন প্রো আর ৬ দশমিক ৮ ইঞ্চির পিক্সেল নাইন প্রো এক্সএল। আরো থাকছে ঝলমলে সেলফি তোলার জন্য ৪২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারি লাইফও বাড়ছে ২০ শতাংশ বেশি।

পিক্সেল নাইন ফোন গুগলের সর্বাধুনিক আর্টিফিশিয়াল প্রযুক্তি ব্যবহারে সক্ষ্ম। এতে চলবে জেমিনি ন্যানো যা টেক্সট, ছবি আর শব্দ বা অডিও চিনতে পারবে। পিক্সেল নাইনে মেমোরি বাড়ানো হয়েছে ১২ জিবি, আর পিক্সেল নাইন প্রো ও নাইন প্রো এক্সএল-এ ১৬ জিবি। যাতে করে এআই ফিচারগুলো কাজ করতে কোন সমস্যা না হয়। স্যাটেলাইট এসওএস সিস্টেম পিক্সেল নাইন এর আরও একটি বৈশিষ্ট্য। তবে এই ফিচারটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য।

সৃজনশীল মানুষদের জন্য পিক্সেল নাইন নিঃসন্দেহে হতে যাচ্ছে ফেভারিট ডিভাইস। গুগল ইতোমধ্যেই পিক্সেল নাইনের প্রি-অর্ডার নিতে শুরু করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন