19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি

ঝাড়ফুঁকের আড়ালে চলছে প্রতারণা। লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছেন মানিকগঞ্জের সামুদ্দিন ফকির। এমন কাণ্ড তিনি করে চলেছেন, চার দশকের বেশি সময় ধরে।

পঞ্চম শ্রেণির গণ্ডি পার হতে পারেননি তিনি। তবে, ৪৩ বছর ধরে দিয়ে যাচ্ছেন সর্বরোগের চিকিৎসা। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়ন এর বাশাইল গ্রামে, সামুদ্দিন নামের এই ফকিরের চিকিৎসা কেন্দ্র।

এই কথিত চিকিৎসা কেন্দ্রে রয়েছে প্রতারণার ফাঁদ। বিভিন্ন রোগের চিকিৎসার নামে মানুষকে ভুল তথ্য দিয়ে, ঝাড়ফুঁক করেন সামুদ্দিন। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

বাড়িতে বসেই না কি তিনি মক্কার হাজিদের দেখতে পান। শোনান ধর্মীয় নানান অপব্যাখ্যা। তাকে সহযোগীতা করেন দুই নারী।

এই কথিত চিকিৎসাকেন্দ্রে রোগী সেজে হাজির হন নাগরিক টিভির মানিকগঞ্জ প্রতিনিধি। ধরিয়ে দেয়া হয় তাবিজ। নেয়া হয় একশ টাকা।

ঝাড়ফুঁকের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও, এর নামে প্রতারণা চলছেই।

কথিত চিকিৎসক সামুদ্দিন ফকিরের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন আশা স্থানীয়দের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন