আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান।
এ সময় জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, ড. ফয়জুল হক ইতিপূর্বে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছেন। জামায়াতের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি জনপ্রিয় এবং সৎ ও দক্ষ মানুষ। সবদিক বিবেচনা করে ড. ফয়জুল হককে মনোনয়ন দেয়া হয়েছে।
ড.ফয়জুল হক বলেন, দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত।আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার নেতৃত্বে জামায়াত ইসলামের নেতৃত্বে ডা.শফিকুর রহমান প্রধান মন্ত্রী হবেন। এদেশে জামায়াত ইসলামের নেতৃত্বে একটি দেশপ্রেমিক সংগঠনের নেতৃত্বে সবাই মিলে সরকার গঠিত হবে।সেই সরকারের পার্ট হতে হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।ঝালকাঠি-১ আসনের জনগণ বসে আছেন সত্যের পক্ষে, দেশপ্রেমিক জনতার পক্ষে রায় দেওয়ার জন্য। এ অঞ্চলের সকল দল মতের মানুষরা সিদ্ধান্ত নিয়েছেন এবারের ভোট দাঁড়িপাল্লায় দিবে।
তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা জানাই জামায়াত ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান সাহেবকে। তিনি আমাকে ফ্যাসিবাদ পতনের পর তার দল থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ দিয়েছেন।
এসময় জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, জেলা শুরা সদস্য মাওলানা আবু বকর মো. সিদ্দিক, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার, রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক উপস্থিত ছিলেন।
পড়ুন- মরহুম আক্তারুজ্জামান ভূঁইয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
দেখুন- নিজস্ব প্রযুক্তির ব্যা/লি/স্টি/ক মি/সা/ই/লের সফল পরীক্ষা চালালো পাকিস্তান |


