১৫/০১/২০২৬, ২৩:৪৫ অপরাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ২৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নারী নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় জুলেখা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক মোটরসাইকেলটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২১ জুন) বিকাল সাড়ে ৬টার দিকে মহেশপুর উপজেলার জগন্নাথপুর ব্রীজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলেখা খাতুন জগন্নাথপুর গ্রামের কলম আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে পুলিশ জানায়, বিকাল সাড়ে ৬টার দিকে খালিশপুর বাজার থেকে ইজিবাইকযোগে নিজ গ্রামে ফিরছিলেন গৃহবধূ জুলেখা খাতুন। পরে কোটচাঁদপুর-জীবননগর সড়কের জগন্নাথপুর ব্রীজের কাছে তিনি নেমে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সেলিম রেজা জানান, হাসপাতালে পৌছানোর আগেই জুলেখা খাতুন মারা যান। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার আবেদন করতে চাইছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম কে বলেন, এঘটনায় ঘাতক মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে। এঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। মরদেহ ময়নাতদন্ত করা প্রসঙ্গে নিহতের স্বজনরা এখনো চূড়ান্ত কোনো কিছু বলেনি।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন