ঝিনাইদহের মহেশপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে শামিমা খাতুন (৩৫) নামের এক স্বামী পরিত্যক্তা নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তালসার গ্রামের মৃত ফরজ আলীর মেয়ে। শামিমা খাতুনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আজ সকালে আনুমানিক সকাল আটটার দিকে বাড়ির রান্নাঘরে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মহেশপুর থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


