বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আজ সোমবার ঝিনাইদহ সফর করবেন। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
জেলা জামাতের সাধা্রণ সম্পাদক আব্দুল আওয়াল জানান, সোমবার দিনের প্রথম ভাগে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা সফর শেষে সন্ধ্যার দিকে তিনি ঝিনাইদহে পৌঁছাবেন। ঝিনাইদহে জনসভায় বক্তব্য প্রদান শেষে তিনি যশোরের উদ্দেশ্যে রওনা দেবেন। এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি আরো জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত থাকবেন ঝিনাইদহ-১, ২, ৩ ও ৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর এবং ঝিনাইদহ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলী আজম মো. আবুবকর বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি সুন্দরভাবে সম্পন্ন করেছি। নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছি।


