34.8 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরাহী নিহত হয়েছেন। এসময় অপর মটর সাইকেলের তিনজনসহ চারজন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর-জীবননগর মহা সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাদল রায়ের ছেলে রাজা (১৮), ওই গ্রামের মংলা রায়ের ছেলে বিধান (১৭)। এ সময় নিহতদের মোটরসাইকেল চালক কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনর ছেলে সাজু ও অপর মোটরসাইকেলে থাকা আজমপুর ইউনিয়নের কুলবাগান গ্রামের আনোয়ার মোল্যার ছেলে হুসাইন (১৯), আলামপুরের হামিদুলের ছেলে সামাউল (১৯) ও একই গ্রামের সিয়াম (১৮) গুরুত্বর আহত হন।

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য রেজাউল ইসলাম জানান, দুই মোটরসাইকেলে ছয়জন আরোহী খালিশপুরের দিক থেকে জীবননগরের দিকে যাচ্ছিলেন। কৃষ্ণচন্দপুর বাসস্ট্যান্ডে পৌছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক দুটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই আরোহী মারা যান। এসময় আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর ও যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পড়ুন : ঝিনাইদহে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে সাবাড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন