ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে ১টি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপর এক অভিযানে ইয়াবা সহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত সজীব হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ২ টি ককটেল উদ্ধার করা হয়।
এছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অপর এক অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তানভীর ও সজিব নামে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকসহ আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।
পড়ুন : ঝিনাইদহে পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা ও মা-ছেলেসহ আটক ৩


