ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন হচ্ছে। সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন ডিসি কোট চত্বরে গিয়ে শেষে। সেখানে উন্মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।
শোভাযাত্রায় জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার মনজুর মোর্শেদ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
বাংলা নববর্ষ ঘীরে দিন ব্যাপী জেলা জুড়েই রয়েছে বিভিন্ন আয়োজন।
পড়ুন : ঝিনাইদহে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে সাবাড়