১৪/০১/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৪/০১/২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে নারী শিশু সহ ১৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৬ জন নারী, ৪জন শিশু ও ৩ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বিকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- মহেশপুরের তালশা গ্রামের এনামুল মন্ডলের ছেলে সাজিদুল মন্ডল (১৮), টাঙ্গাইল সদর উপজেলার বার্তা গ্রামের মিনহাজের ছেলে রাব্বি হোসেন (২১) ও একই জেলার কালিহাতি থানার খরশিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ রাব্বি (২৫)।

বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বাঘাডাঙ্গা ও বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ১৩ জনকে বিজিবি আটক করে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আটক তিন পুরুষ কে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক তিনজন পুরুষ কে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করবে পুলিশ।

পড়ুন: কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

দেখুন: কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন