১৪/০১/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৪/০১/২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০২৫-২৬ অর্থবছরের আখ মাড়াই মৌসুম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় ভার্চুয়াল লাইভে সংযুক্ত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য শেষে মিলের ডোঙ্গায় আখ ফেলে ৫৯তম মাড়াই মৌসুমের শুভ সূচনা করা হয়।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে ৫৬ দিনে ৮০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৩,৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৫.৫ শতাংশ এবং আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা প্রতি মন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএফআইসির যুগ্ম সচিব ও পরিচালক আব্দুল আলিম খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ এবং বিএসএফআইসির চিফ অব পার্সোনাল শাহরীনা আনান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়েরের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ, থানার অফিসার জেল্লাল হোসেন, বিএনপি নেত্রী মুর্শিদাজামান বেল্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুসাইন আহম্মেদ, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এবং আখচাষী মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে আখ চাষে সাফল্য অর্জনকারী তিন জন চাষীকে সন্মাননা প্রদান করা হয়।

মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, চলতি মৌসুমে ৮০,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,৪০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এ বছর আখের মূল্য কৃষকের কাছে বিকাশের মাধ্যমে পরিশোধ করা হবে, যা আখ চাষে উৎসাহ যোগাবে। উল্লেখ্য, বর্তমানে মিলটি ৩৪৯ কোটি টাকা দেনায় জর্জরিত রয়েছে।

পড়ুন- নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দেখুন- টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার স্থপতিরা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন