১৫/০১/২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০১/২০২৬, ৪:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,একজনকে পিটিয়ে পুলিশে দিল বিক্ষুব্ধরা

ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ইটভাটার ম্যানেজারকে মারধর করে বিক্ষুব্ধরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঝিনাইদহ পৌরসভার সামনে সমবায় মার্কেটে এ ভাংচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পরে শহরের পায়রা চত্বরে শরিফ ওসমান বিন হাদির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ছাত্র জনতা বিক্ষোভ করতে থাকে। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সজিব আহমেদ (৩০) নামে এক যুবককে বেধড়ক কিল-ঘুষি ও মারধর করে বিক্ষুব্ধরা। মারধরের শিকার সজিব আহমেদ ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ইটভাটার সহকারি ম্যানেজার ও অনুসারী। মারধরের পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

পরে বেলা পৌনে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধরা। এসময় পৌরসভার সামনে সমবায় মার্কেটের একটি কাপড়ের শোরুমে ভাংচুর চালায় তারা। ভাংচুরের একপর্যায়ে ওই শোরুমে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে সদর থানার ওসি সামসুল আরেফিনকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

পড়ুন- ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

দেখুন- শোকে নীরব নলছিটি, ওসমান হাদির শূন্যতায় কাঁদছে গ্রাম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন