ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রির্টানিং অফিসারের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ-৩ আসনে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি এবং ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ঝিনাইদহ-১ আসনে এসএম মতিউর রহমান, ঝিনাইদহ-২ আসনে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনে মাওলানা আবু তালেব।
এছাড়াও ঝিনাইদহ-১ আসনে ৫ জন, ঝিনাইদহ-২ আসনে ৬ জন, ঝিনাইদহ-৩ আসনে ৩ জন ও ঝিনাইদহ- ৪ আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ নাগরিক টিভিকে বলেন, ‘কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচনী সহিংসতা রোধে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’
প্রসঙ্গত, ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯৬ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩৯০ জন, মহিলা ভোটার ৭ লাখ ৯৫ হাজার ৯৪৮ জন ও তৃতীয় লিঙ্গের ১৯ জন ভোটার রয়েছেন
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


