১৪/০১/২০২৬, ১৩:০৮ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৩:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুরে মুদি দোকানিকে গুলি করে হত্যার চেষ্টা

ঝিনাইদহের মহেশপুরের ভাষানপোতা এলাকায় মতিয়ার রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে বাঘাডাঙ্গা গ্রামের আজিজুর রহমান এর ছেলে। স্বর্ণ চোরাচালান বা পূর্ব বিরোধে এমনটি হতে পারে বলছে পুলিশ। প্রায় ৬ মাস আগেও মতিয়ার রহমানকে তার বাড়ির সামনে থেকে গুলি করার ঘটনা ঘটেছিল।

বিজ্ঞাপন

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, বিকালে উপজেলার সীমান্তবর্তী ভাষানপোতা গ্রামের মাঠে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিল। সেসময় স্থানীয়রা টের পেয়ে মতিয়ার রহমানকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তখন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার আল মামুন জানান, তার ডান হাতের পাশে পিঠে একটি গুলি লেগেছে। গুলি বেরিয়ে যাোয়ার তেমন সিমটম পেলাম না। হয়তো ভিতরে থেকেও যেতে পারে।

বিষয়টি নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ঘটনাস্থলে থানার, গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য পুলিশের টিম পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে রওনা হবো। তদন্ত করে হয়তো বলতে পারবো কারা এর সাথে জড়িত।

পড়ুন: নাজিরপুরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ মাছ হত্যার অভিযোগ

দেখুন: ভ্যাট আইন প্রবর্তন ব্যবসাকে অনেক সহজ করেছে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন