১৪/০১/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০১/২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে মেলার উদ্বোধন করা হয়। আগামী ১৪ জানুয়ারি (বুধবার) পর্যন্ত এ মেলা চলবে। মেলায় সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও তরুণ কৃষি উদ্ভাবকরা নিজ নিজ স্টল প্রদর্শন করছেন।

বিজ্ঞাপন

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ। এর আগে মেলা উপলক্ষ্যে সদর উপজেলা কৃষি অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে মেলা চত্বরে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূর এ নবী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেআরা।

এ ছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব, উপ সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন সহ কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও তরুণ কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলায় মোট ১৮টি স্টল বসানো হয়েছে। সদর উপজেলার তরুণ কৃষি উদ্যোক্তারা নানা ধরণের আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি উদ্ভাবন ও চাষাবাদ কৌশল প্রদর্শন করেছেন।

মেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান, নিরাপদ ঔষধি ফসল, নিরাপদ মাশরুম উৎপাদন, ফুল প্রদর্শনী, নিরাপদ উচ্চমূল্য ফল চাষ প্রদর্শনী স্টল বসানো হয়েছে। এ ছাড়া উচ্চমূল্য মসলা, সবজি, কৃষি প্রযুক্তি গ্রাম, শস্যচিত্রে ঝিনাইদহ সহ বিভিন্ন স্টল মেলায় প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহে সব ধরণের ফসলের চাষাবাদ অত্যন্ত ভালো হয়। প্রাকৃতিক দুর্যোগ কম হওয়ায় এই জেলা কৃষিপণ্য উৎপাদনে দারুণ অবদান রেখে চলেছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি পদ্ধতিতে তরুণরা আগ্রহী হচ্ছে। এতে আমাদের কৃষি সমৃদ্ধ হবে।

পড়ুন- জয়পুরহাটে প্রার্থিতা ফিরে পেলো এবি পার্টির প্রার্থীরা

দেখুন- যু/দ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান? মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন