ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। প্রথম ম্যাচে টস হেরে বাংলাদেশ আগে ফিল্ডিং করছে।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হয়। সিরিজের তিনটি ম্যাচই একই ভেন্যুতে। এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ডে। সেই সিরিজে ও বর্তমান বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তন হয়েছে আগেই। ফলে একাদশেও পরিবর্তন অনুমিতই ছিল।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশে ওপেনিংয়ে নামবেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে থাকছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। বোলিং বিভাগে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন স্পিন আক্রমণের দায়িত্বে আছেন। পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।