টাইব্রেকারে ইকুয়েডরকে ৪-২ গোলে হারিয়ে, কোপা আমেরিকার সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। আর এবার জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। সকালে টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে, মূল ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায়, খেলা গড়ায় টাইব্রেকারে।
ম্যাচের ৩৫ মিনিটে পাওয়া লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পাল্টাপাল্টি আক্রমণের পর, ম্যাচের ৯১ মিনিটে সমতায় ফেরে ইকুয়েডর। উইঙ্গার জন ইয়েবোয়া বলটা বক্সের ভেতর ফেলেন। ফরোয়ার্ড কেভিন রদ্রিগেজের কুশলী হেড দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে। প্রায় হেরে বসা ম্যাচে ১-১ গোলে সমতায় ফিরে উল্লাসে মাতে ইকুয়েডরের খেলোয়াড়রা।
অতিরিক্ত কোনো সময় না থাকায় ১-১ গোলে খেলা শেষ হয়, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে প্রথম শটই মিস করে বসেন চোটের কারণে খেলা নিয়ে অনিশ্চয়তায় থাকা মেসি।
আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য ‘চাপ’ দীর্ঘায়িত হতে দেননি। ইকুয়েডরের প্রথম শটটি ঠেকিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয় শটটিও ঠেকিয়ে টাইব্রেকারে আবারও ‘অতিমানব’ হয়ে ওঠেন মার্তিনেজ।
মেসির পর আর্জেন্টিনার আর কেউ পেনাল্টি মিস না করায় শেষ পর্যন্ত ৪-২ গোলের জয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।