21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতরে নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাবনা বাইপাস এলাকার এক মহিলা তার ফসলি জমিতে আবর্জনা পরিষ্কার করে সার দেওয়ার সময় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করে। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখে।

তিনি আরো বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হবে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন