16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

টাঙ্গাইলে চামড়ার ব্যবসায় ধস, বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা

দেশের অন্যতম চামড়ার হাট টাঙ্গাইলের পাকুটিয়া। এবার চামড়া উঠেছিলো বেশ, তবে দেখা দেয় ক্রেতা সংকট। কাঙ্ক্ষিত দামও মেলেনি। এমন অবস্থায় হতাশ ব্যবসায়ীরা।

দেশের অন্যতম টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় চামড়ার হাট পাকুটিয়া। হাটে চামড়া তেমন বিক্রি হয়নি গত কয়েক দিনে। ক্রেতা না থাকায় চামড়া ফেরত নিয়ে গেছেন অনেকেই। কেউ কেউ বিক্রি করছেন কম দামে।

ব্যবসায়ীরা বলেন, প্রতিটি চামড়া কেনা, লবণ দেওয়া, পরিবহন, শ্রমিক দিয়ে গড়ে খরচ হয়েছে ৮শ’ থেকে ১ হাজার টাকার মতো। কিন্তু বাজারের যে দর, তাতে চামড়া বিক্রি করে লাভ হচ্ছে না।

পাকুটিয়া হাট পরিচালক বলেন, হাটের নিরাপত্তাসহ যাবতীয় ব্যবস্থা নিয়ছিলেন, কিন্তু ব্যবসায়ীরা আশানুরূপ দাম পাননি।

১৯৭৮ সালে পাকুটিয়া হাট প্রতিষ্ঠিত হয়। পুরনো এই হাটকে আগের মতো জমজমাট করে তুলতে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন