টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক। এতে মহাসড়কের উভয়পাশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল- যমুনা সেতু সড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। সে ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামে আজহারুল ইসলামের ছেলে।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শাহাদাত হোসাইন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় পৌছলে ভোর সাড়ে ৫ টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার হোসেন ও হেলপার নিহত হয়। আহত হয় কাভার্ড ভ্যান চালক।
খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ও আহত চালককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।