21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

টাঙ্গাইলে সড়কের পাশ থেকে মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে সাইফুল ইসলাম নামে এক মাংস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ভূঞাপুর-যমুনা সেতু সড়কের উপজেলার কষ্টাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল কুকাদাইর গ্রামের মৃত বদি তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকায় মাংসের ব্যবসা করতো সাইফুল। বুধবার রাতে তার বাড়িতে ফেরারর কথা থাকলেও আর ফেরেনি । আজ সকালে স্থানীয় লোকজন ভূঞাপুর-যমুনা সেতু সড়কের পাশে সাইফুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, লাশ দেখে মনে হচ্ছে হত্যা করা হয়েছে। নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন