19 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

টাঙ্গাইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী

পারিবারিক কলহের জেরে টাঙ্গাইলের নাগরপুরে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী। পরে স্বামী ময়নাল (৬০) তার স্ত্রী মনোয়ারাকে (৫০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ময়নাল হকের সাথে স্ত্রীর পারিবারিক কথা কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ময়নাল হক কুড়াল দিয়ে মনোয়ারা মনিকে এলোপাথারি কোপাতে থাকে। মনোয়ারা মনিকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে ময়নালকে স্থানীয়রা আটক করে এবং তাকে পরবর্তীতে থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে নাগরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন