টাঙ্গাইলে ৪৩০ বস্তা ভারতীয় অবৈধ চিনি ভর্তি দুটি ট্রাক উদ্ধার করা হয়েছে। সেসময় ৭ জনকে আটক করা হয়।
৬ এপ্রিল বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের শুলাকুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মিন্টু ঘোষ জানান, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ভারতীয় চিনিসহ দুটি ট্রাক কালিহাতী উপজেলার এলেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুলাকুড়া এলাকা থেকে ট্রাকসহ ৭ জনকে আটক করে থানায় নেওয়া হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।