টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইট ভাটায় জরিমানা ও গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার উপজেলার ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানাও করা হয়।
জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়ায় পরিবেশের ছাড়পত্রবিহীন অবৈধভাবে গড়ে উঠা মেসার্স সাইজুদ্দিন এন্ড খান বিক্সস ভাটার কিলন ভেকু মেশিন দিয়ে ভেঙে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এসময় ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভাদগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামে মেসার্স এস এম বি বিক্সসের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নবায়ন না থাকায় এক লাখ টাকা জরিমনা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ আলম বলেন, পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ অভিযান অব্যহত থাকবে।
পড়ুন: মেহেরপুরে নিখোঁজের ৩ দিন পর নারীর মরদেহ উদ্ধার
দেখুন: শুধু গাঁজা সেবন করতে থাইল্যান্ড যেতে বারণ
ইম/


