টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব- ১৪। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে র্যাব- ১৪
সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন এ প্রতিবেদককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকায় প্রশ্ন ফাঁস জড়িত চক্রের একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তার দেয়ার তথ্য অনুয়ায়ী জানতে পারি এ চক্রের আরো সদস্য রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার ব্যক্তির তথ্য অনুসারে র্যাব সদস্য অভিযানে নামে। বৃহস্পতিবার রাতভর ও শুক্রবার সকাল পর্যন্ত অভিযানে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞেসবাদ চলছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবো হবে বলে তিনি জানান।
বিস্তারিত আসছে…..
পড়ুন- পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা


