টানা বৃষ্টিপাতে বান্দরবানে দেখা দিয়েছে পাহাড় ধস ও বন্যার আশঙ্কা। এতে আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। ভারী বর্ষণে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হওয়ার শঙ্কায় নিম্নাঞ্চল।
বান্দরবানে গত কয়েকদিন ধরে চলছে টানা ভারী বর্ষণ। এতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বৃদ্ধি পেয়ে শঙ্কা জাগাচ্ছে বন্যার। আবহাওয়া অফিস বলছে, পাহাড়ি এলাকায় কোথাও কোথাও আশঙ্কা রয়েছে ভূমিধসের।
বন্যা ও পাহাড় ধসের শঙ্কায় আতঙ্কে রয়েছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। তবে এদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন।
বান্দরবান সদর উপজেলার কালাঘাটা, কাসেমপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনাসহ নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ২২০টি আশ্রয় কেন্দ্রে এখনো কাউকে আশ্রয় নিতে দেখা যায়নি বলে জানান জেলা প্রশাসক।
ভারী বৃষ্টিপাতের কারণে থানচিতে নৌকা ডুবে নিখোজ হয়েছে দুই শিক্ষার্থী। এর আগে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন এক কৃষক।