সিরিজের প্রথম টিটোয়েন্টিতে গোয়ালিয়রে সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে সাকিববিহীন যুগে প্রবেশ করতে যাচ্ছে।
এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ১৭৬টি ম্যাচ। সাকিব খেলেছেন ১২৯টি। অল্পকিছু ম্যাচ যেগুলো খেলা হয়নি, সেসব ইনজুরি নয়তো ছুটি নেওয়ার কারণে।
একাদশে ভারসাম্য আনার জন্যই টি২০ ক্রিকেটে অলরাউন্ডার বেশি রাখার পরিকল্পনা থাকে টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ দলকে এই স্বস্তি বহু বছর দিয়েছেন সাকিব আল হাসান। বাঁহাতি এ অলরাউন্ডারের জায়গায় নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। অর্থাৎ টি২০তে মিরাজের নিরবচ্ছিন্ন পথচলা হয়তো শুরু হলো সাকিবের বিদায়ের মধ্য দিয়ে।
দীর্ঘ ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে সংস্কারের পরই শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে।
এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারতের ১৫তম টি-টোয়েন্টি ম্যাচ। আগের ১৪ বারের দেখায় ভারত ১৩ ম্যাচে জিতেছে। বিপরীতে বাংলাদেশের জয় কেবল একটি।