আর এক সপ্তাহ পরই শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টি-২০ সিরিজ। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিস্বরূপ এই সিরিজকে বেশ ভালোভাবেই নজরে রাখছে দল দুটি। সেই ধারাবাহিকতায় সিরিজ খেলতে বিকেল ৫টায় ঢাকায় পৌঁছায় জিম্বাবুয়ে দল। পরবর্তীতে সন্ধ্যার ফ্লাইটে তারা চলে যান ম্যাচ ভেন্যু চট্টগ্রামে।
পাঁচ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ-আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ২ ম্যাচ খেলে জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা জাতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন।
বন্দরনগরী চট্টগ্রামে প্রথম তিন টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ মে। শেষ দুই ম্যাচ হবে ঢাকায় ১০ ও ১২ মে। ১৭ দিনের সফর শেষে ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
২০২০ সালের পর সিরিজ খেলতে ফের আসলো জিম্বাবুয়ে। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। এই সিরিজ খেলার জন্য আইপিএলের মঞ্চ ছেড়েছেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করে টাইগাররা। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এ সিরিজেই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পারেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
আরও পড়তে পারেন-চট্টগ্রামে টাইগারদের ৩ দিনের প্রস্তুতি ক্যাম্প