যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ২০ টি দল। এবার ৪ গ্রুপের প্রতিটির সদস্য ৫টি করে দল।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে ৩ মে থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। সবগুলো ম্যাচেই জয় চায় বাংলাদেশ। চট্টগ্রামে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম টাইগারস। বাংলাদেশ বিপক্ষে লড়তে ২৮ এপ্রিল বিকেলে সিকান্দার রাজার নেতৃত্বে বাংলাদেশে এসে পৌছায় জিম্বাবুয়ে দল। ঢাকায় নেমেই জিম্বাবুয়ে দল সরাসরি চলে যায় ম্যাচের ভেন্যু চট্টগ্রামে। চট্টগ্রামে গিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছে সফরকারীরা। মাঠের প্রস্তুতি শুরু না করলেও চলছে টিম হোটেলে প্রস্তুতি।
পাঁচ ম্যাচের এই লড়াইয়ে টাইগারদের লক্ষ্য ব্যাট-বলে ফর্মে ফেরা। যার জন্য আটঘাট বেধেই চলছে প্রস্তুতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, ৩,৫ এবং ৭ মে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সাকিব ও মুস্তাফিজ। তবে ১৫ সদস্যের দল নিয়ে বিসিবি আশাবাদি।
৩০ এপ্রিল থেকে মাঠের অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। অনুশীলনের ক্ষেত্রে চট্টগ্রামের তীব্র গরমকে চ্যালেঞ্জ মনে করছে টিম ম্যানেজমেন্ট। ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই ম্যাচ হবে ঢাকায়। ১৭ দিনের সফর শেষে ১৩ মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
আরও পড়তে পারেন-টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে জিম্বাবুয়ে দল
প্রথম তিন ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।