17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

টি-টোয়েন্টিতে নতুন ২ মুখ, ফিরলেন মিরাজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৬ অক্টোবর থেকে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।

১ বছর ২ মাস বাংলাদেশের টি–টোয়েন্টি দলে ফিরছেন ২৬ বছর বয়সী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টি ফরম্যাটে মিরাজ সর্বশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে।

১৫ সদস্যের দলে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে। পাকিস্তান সফরে পাওয়া চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে না পারা বাঁহাতি পেসার শরীফুল ইসলামও আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।

টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করার কারণে ১৫ সদস্যের এই দলে স্বাভাবিকভাবেই থাকছেন না সাকিব আল হাসান। তাঁর জায়গাতেই অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন মেহেদী হাসান মিরাজ।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। দলে রয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, টি-টোয়েন্টি বিশেষজ্ঞ তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব এবং তানজিদ হোসেন তামিমরা।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে হবে বাংলাদেশ–ভারত প্রথম টি–টোয়েন্টি। পরের দুটি ম্যাচ ৯ ও ১২ অক্টোবর দিল্লি ও হায়দরাবাদে। টি–টোয়েন্টি বিশ্বকাপের পর গোয়ালিয়রের ম্যাচ দিয়েই এই সংস্করণে প্রথমবার খেলতে নামবে বাংলাদেশ।

টি–টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম। বিসিবি’র ঘোষণা অনুযায়ী বাংলাদেশের পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি স্কোয়াড হলোঃ নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান, তানজিম হাসান, পারভেজ হোসেন, মাহমুদউল্লাহ, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন