17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

মধুর জয়ে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তবে সফরের শেষটা স্বস্তি নিয়ে শেষ করতে যাচ্ছে তারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়

তাতে ২০১৮ সালের পর টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দেশের বাইরে সংক্ষিপ্ত ফরম্যাটে জিতলো ২০২২ সালের পর। 

গত ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে খেই হারায় ক্যারিবীয়দের ব্যাটিং। যার শুরুটা এনে দেন পেসার তাসকিন আহমেদ। জোড়া আঘাতে কিং, ফ্লেচারকে ফিরিয়েই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলেন তিনি। তার পর বিপজ্জনক জনসন চার্লস (১৪) ও নিকোলাস পুরানকে (৫) ফিরিয়ে তাদের চাপে ফেলেন মেহেদী হাসান। রোভম্যান পাওয়েলকে (৬) হাসান মাহমুদ বিদায় দিলে তখনই ম্যাচটা বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে আসে। ৪২ রানে রোমারিও শেফার্ডের বিদায়ে ষষ্ঠ উইকেট পড়লে পরে ম্যাচে প্রাণ ফেরানোর চেষ্টা করেছিলেন আকিল হোসেন ও রোস্টন চেজ। ম্যাচটা কাছে নেওয়ার চেষ্টা করেছিলেন চেজ। কিন্তু তাকে ৩২ রানে রিশাদ হোসেন বিদায় দিলে জয়ের সুবাস পেতে শুরু করে লিটন দাসরা। শেষ উইকেট হিসেবে আকিল হোসেন ৩১ বলে ৩১ রানে আউট হলে ১৮.৩ ওভারে ১০২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। 

১৬ রানে তিনটি উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তাসকিন। দুটি করে নিয়েছেন মেহেদী হাসান, তানজিম হাসান ও রিশাদ হোসেন। একটি নিয়েছেন হাসান মাহমুদ। 

দ্বিতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১০২/১০ (ম্যাককায় ১*; কিং ৮, ফ্লেচার ০, চার্লস ১৪, পুরান ৫, পাওয়েল ৬, শেফার্ড ০, চেজ ৩২, মোটি ০, আলজারি ০, আকিল ৩১)

২০ ওভারে বাংলাদেশ ১২৯/৭ (তানজিম ৯*, শামীম ৩৫*; লিটন ৩, তানজিদ ২, সৌম্য ১১, মিরাজ ২৬, রিশাদ ৫, মেহেদী ১১, জাকের ২১)

ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী।

ম্যাচসেরা: শামীম হোসেন। 

দেখুন: ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন