১৫/০১/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টেকনাফে ইয়াবা পাচারকারী-কোস্টগার্ডের গোলাগুলি, অস্ত্রসহ আটক-৩

টেকনাফের তুলাতলী ঘাট এলাকায় ইয়াবা পাচারকারী-কোস্টগার্ডের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ৩০ হাজার পিস ইয়াবা ও ৩ পাচারকারীকে আটকসহ ১ টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন


সোমবার (১৯ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ মে সোমবার কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটের গতি বাড়িয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।


এসময় কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় এবং উভয় পক্ষের গোলাগুলিতে আব্দুল শক্কুর (৪০) নামক একজন পাচারকারী গুলিবিদ্ধ হয়।


পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটটিতে তল্লাশি করে ১ টি ৯ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ৪ রাউন্ড তাজা গোলা এবং ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
এসময় ৪ জন মাদকপাচারকারী সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আহত ইয়াবা পাচারকারীকে চিকিৎসা প্রদানের নিমিত্তে কোস্ট গার্ড কর্তৃক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারীদের বিবরণঃ

আটককৃত ইয়াবা পাচারকারী মোঃ ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শক্কুর (৪০) সকলেই কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ইয়াবা পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন: ঢাবির মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যাকান্ড, নেত্রকোনা ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

দেখুন: নেত্রকোনায় দামী ব্র্যান্ডের নকল পণ্য তৈরীর কারখানায় র‍্যাবের অভিযান

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন