যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পের সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করে তিনি অভিনন্দন জানিয়েছেন।
নরেন্দ্র মোদি লিখেন, ‘ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন ব্যাপক বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার জন্য আমাদের সহযোগিতার পুনর্নবীকরণের জন্য উন্মুখ।’
তিনি আরও লিখেছেন, ‘আসুন আমাদের জনগণের উন্নতি, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমরা একসঙ্গে কাজ করি।’
এনএ/
আরও পড়ুন: ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা ইউনূসের