24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪
বিজ্ঞাপন

ট্রাম্পকে ফ্যাসিস্ট আখ্যা কমালার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিবাদী’ বলেছেন। ট্রাম্পের ‘অস্থিরতা’ ক্রমাগত বাড়ছে উল্লেখ করে ভোটারদের সতর্ক করেছেন তিনি। গতকাল বুধবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে ভোটারের প্রশ্নের জবাবে কমলা এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বাকি আর মাত্র দুই সপ্তাহ। দুই প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত। উভয় প্রার্থীই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এক অনুষ্ঠানে কমালাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি বিশ্বাস করেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট? জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমি বিশ্বাস করি”। বিশেষ করে ট্রাম্প হিটলারের প্রশংসা করেন এই রিপোর্ট সামনে আসার পর তিনি ট্রাম্পকে ফ্যাসিস্ট বলে বিশ্বাস করেন বলে হ্যারিস জানিয়েছেন।

নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোটারদের উদ্বেগের প্রসঙ্গ টেনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘তাঁরাও আমাদের গণতন্ত্রের কথা ভাবেন। তাঁরা যুক্তরাষ্ট্রে এমন কোনো প্রেসিডেন্ট চান না, যিনি স্বৈরশাসকদের প্রশংসা করেন এবং নিজে ফ্যাসিবাদী।’

ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করা জন কেলির সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এ রিপাবলিকান প্রার্থী। কেলি বলেছেন, নাৎসি স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের প্রশংসা করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের যেমন সামরিক বাহিনী ছিল, তেমন সামরিক বাহিনী গড়তে চান।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে কেলি আরও বলেন, মার্কিন সেনাবাহিনীর জায়গায় নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের জেনারেলদের মতো অনুগত জেনারেল চান ট্রাম্প। রিপাবলিকান এ প্রেসিডেন্ট প্রার্থী নিশ্চিতভাবে ফ্যাসিবাদীর সংজ্ঞার মধ্যে পড়েন বলেও সতর্ক করেন তিনি।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মার্কিন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল কিনা, তা নিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বীরা সন্দেহ জানিয়ে আসছিলেন। কেলির মন্তব্যের পর তা বাড়তি মাত্রা পেয়েছে।

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন