সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা সন্দেহে এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো গলফ মাঠের কাছে তাকে সম্ভাব্য হত্যাচেষ্টা করা হয়। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে গলফ মাঠের কাছে গুলির শব্দ শোনা যায়। এ সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প।
এর আগে নির্বাচনী প্রচারণায় হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেবার কানে গুলি লাগলেও প্রাণে রক্ষা পান তিনি। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও তার কাছাকাছি গোলাগুলির ঘটনা ঘটেছে।
বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে একটি একে৪৭ স্টাইলের অস্ত্র, স্কোপ, দুটি ব্যাকপ্যাক এবং ক্যামেরা পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এজেন্টরা তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়লে সন্দেহভাজন ব্যক্তি কয়েকবার আড়াল হন এবং একটি কালো গাড়িতে চেপে পালিয়ে যান। এ সময় তিনি গাড়ির নাম্বার প্লেটের ছবি তোলেন এবং এটি পরে ক্লাবের উত্তরে মার্টিন কাউন্টিতে পাওয়া যায়।