নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার নতুন অর্থমন্ত্রী বা ট্রেজারি সেক্রেটারি পদে মনোনয়ন দিয়েছেন স্কট বেসেন্টকে।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর এএফপির
বার্তা সংস্থাটির বিবৃতিতে বলা হয়, স্কট বেসেন্ট মার্কিন কি স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করেছে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে। সেখানে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।’
তিনি আরও বলেন, ‘স্কট আমেরিকা ফার্স্ট এজেন্ডার দীর্ঘদিনের একজন সমর্থক। আমার নীতিগুলো সমর্থন করার মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নেবেন এবং অন্যায্য বাণিজ্য ভারসাম্যহীনতা বন্ধ করবেন।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্কট আমেরিকার জ্বালানি আধিপত্যকে পুনরায় নিশ্চিত করতে চান এবং বিশ্বাস করেন যে, মার্কিন বাজেটের ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন।
এনএ/