নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে মোবাইল ফোন চুরির ঘটনায় রেলওয়ে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেপ্তার এবং দুটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে।
আখাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেসের “চ” বগিতে এক যাত্রীর মোবাইল চুরি হলে তিনি চিৎকার করে ওঠেন। তখনই রেলওয়ে ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে সাড়া দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় আরও একজনকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া তিন চোর হলেন জাহিদ (২৫), পিতা: কছিম উদ্দিন, গ্রাম: মহাধান, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর,শুক্কুর মিয়া (৩৫), পিতা: বাচ্চু মিয়া, গ্রাম: চন্ডিবের, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ ও মিলন মিয়া (২২), পিতা: আলকাছ মিয়া, গ্রাম: চন্ডিবের (মাইজপাড়া), থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
অভিযানটি পরিচালনা করেন সিলেট রেলওয়ে ডিবির এসআই মো. আবু কাউছার।
উদ্ধারকৃত মোবাইলের মধ্যে একটি TECNO KE7 মডেলের, যার প্রকৃত মালিক মুন্সী বরকত উল্লাহ, তিনি আখাউড়ার গোলখার এলাকার বাসিন্দা। অপরটি PIXEL 7 Pro, যার মালিক শ্রাবণ নামের এক তরুণ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাইকপাড়ায়।
ঘটনাটির বিষয়ে আখাউড়া রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

