১৪/০১/২০২৬, ২২:৫৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১৪/০১/২০২৬, ২২:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে মিলল নবজাতক কন্যা শিশু

ঠাকুরগাঁওয়ে ভূট্টা ক্ষেত থেকে এক সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান পেয়েছেন এক গৃহবধূ। এ ঘটনার পর পরেই নবজাতক শিশুটিকে দেখতে ছুটে আসছেন স্থানীয়রা। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপতালে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে সোমবার সকালে সদর উপজেলার জামলপুর ইউনিয়নের মহেশালি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বাসার পাশে একটি ভূট্ট ক্ষেতের দিকে গোবর ফেলতে যান গৃহবধূ সানু বেগম। এসময় ওই শিশুটির কান্না শুনতে পান তিনি। একটু এগিয়ে গিয়ে দেখেন ভূট্টাক্ষেতে সদ্যভূমিষ্ঠ এক কন্যাসন্তান পড়ে রয়েছে। পরে ওই শিশুটিকে নিয়ে নিজ বাসায় আসেন তিনি। এরপর পরেই স্থানীয়রা ছুটে আসেন শিশুটিকে একঝলক দেখতে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারও আসেন সেখানে। পরে শিশুটির উন্নত চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন: ঠাকুরগাঁওয়ে দেবরের সঙ্গে পরকীয়ায় প্রাণ গেল ভাবির, আটক ২

দেখুন: ধ্বং*স প্রায় ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী দুটি রাজবাড়ী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন