19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

পৌষের আগেই পারদ নেমেছে ৯ ডিগ্রিতে, বিপাকে জনজীবন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রির ঘরে। চলতি সপ্তাহে, তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ বইছে ৩ জেলাজুড়ে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়, তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টানা তিনদিনের শৈত্যপ্রবাহে, স্বাভাবিক জীবনযাত্রার কিছুটা ছন্দপতন ঘটেছে জেলাজুড়ে।

সকালে ঘন কুয়াশায় শিশির ঝরা শীত উপেক্ষা করে, কাজে যেতে দেখা যায় পেশাজীবিদের। তবে আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা বেড়ে, আবহাওয়া সহনীয় পর্যায়ে আসবে।

হিমালয়ের হিমেল বাতাস আর কনকনে শীতে বিপাকে, উত্তরের জেলা ঠাকুরগাঁও। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকছে পুরো শহর। গত কয়েক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমে পৌঁছেছে ১০ ডিগ্রিতে।

দিনেও হেড লাইট জালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় মানুষের চলাচলও কিছুটা কমেছে। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ।

উত্তরের আরেক জেলাশহর দিনাজপুরে, বইছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। আজ  জেলাতে তাপমাত্রার পারদ নেমেছে ১১র ঘরে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও, হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমছে না। এতে, স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন।

টিএ/

দেখুন: চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন