ডিম-পেঁয়াজ-আলু, কোনটায় স্বস্তি নেই বাজারে। সপ্তাহ ব্যবধানে ডিমে বেড়েছে ডজন প্রতি ৩০ টাকা। বিক্রেতারা বলছেন, সবকিছুর দাম বেড়েছে, তাই ডিমের দামও বেশি। পেঁয়াজ-আলুতে কেজি প্রতি বেড়েছে ১০ টাকা করে।
লাগামহীন নিত্যপণ্যের দামে দিশেহারা মানুষ ডিম দিয়ে প্রোটিনের চাহিদা মেটাতো। এখন সেই ডিমের দামও যেন পাল্লা দিয়েছে অন্যান্য পণ্যের সাথে।
লাল ডিম কয়েকদিন আগেও ডজন প্রতি বিক্রি হয়েছে ১২০ টাকা, আর সাদা ডিম ১১০ থেকে ১১৫ টাকা। এখন সেই ডিম সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৩০ টাকা করে। বিক্রেতারা বলছেন, অন্য পণ্যের দাম বেড়েছে তাই ডিমের দামও বেশি।
আলু-পেঁয়াজের বাজারও অস্থির। কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। ক্রেতারা বলছেন, বাজারে এলে ধৈর্য রাখা কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের দাম বেশি। যার প্রভাব পড়েছে দেশি পেঁয়াজে।
শুধু ডিম পেঁয়াজ বা আলু নয়, দ্রব্যমূল্যের উর্ধগতি যেনো থামছেই না। সবজির বাজারেও নেই স্বস্তি। বাজার পরিস্থিতি এভাবে চলতে থাকলে জীবনধারণ কঠিন হয়ে যাবে বলে মনে করেন ক্রেতারা।