ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৬ জন।
আজ শনিবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৪৫২ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৯১ জন।
চলতি বছরের প্রথম ১০ মাসে ডেঙ্গুতে শিশু আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি। মারা গেছেন ৪১ জন। চিকৎসকরা বলছেন, এবার ডেঙ্গুতে আক্রান্ত শিশুদের জ্বর থাকছে দীর্ঘ সময়। শিশুরা আক্রান্ত হলে মৃত্যু ঝুকিও থাকে বেশি।
গেলো ৯ দিন যাবৎ মিরপুরের বাসিন্দা শিশু আয়াতকে নিয়ে হাসপাতাল ভর্তি তার মা। আয়াতের কয়েকদিন পরই তাদের আরেক শিশু আবিরও আক্রান্ত হয় ডেঙ্গুতে।
আক্রান্ত দুই শিশুকে নিয়ে হাসপাতালে শিশুদের মা। জানালেন তীব্র জ্বরের সাথে পেটে ব্যথা নিয়েই আসেন হাসপাতালে। আয়াত আর আবিরের মতো হাসপাতালটিতে ভর্তি আছেন অনেকে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতো, এবার ১০ হাজার ৬৫৫ জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৪১ জন। এখনো হাসপাতালে ভর্তি আছেন অনেকে।
চিকিৎসকরা বলছেন এবার আক্রান্ত শিশুদের জ্বর থাকছে ৫ থেকে ৭ দিনের বেশি।
শিশুদের সুরক্ষায় বাড়তি গুরুত্ব দেয়ারও পরামর্শ দেন চিকিৎসকা। জ্বর হওয়ার এ থেকে ৩ দিনের মধ্যে ডেঙ্গু পরীক্ষা করারও পরামর্শ দেন তারা।
এনএ/