19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও রোগটিকে গুরুত্ব না দেওয়ায় তুলনামূলক মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।

আজ সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি
গুরুত্ব কম দেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে : স্বাস্থ্যের ডিজি

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি পর্যায়ে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই। মন্তব্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালকের। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর ও সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতার ও আর্থিক সক্ষমতা কমেছে বলেও জানান তিনি।

রাজধানীতে আয়োজিত ডেঙ্গু রোগের বর্তমান পরিস্থিতির নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত দেশে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি । আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৯শ ৭৪ মারা গেছেন ৩শ ৩৯।

ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়া গেছে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই।

এসময় তিনি আরো বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই হাসপাতালে দেরিতে আসায় এবং সঠিক সময়ে চিকিৎসা না নেয়ায় ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে। তবে ডেঙ্গু রোগের চিকিৎসায় কোন অনিয়মের তথ্য পাওয়া গেলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিবে স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত ৬৭ জন চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসে ১১ জন আক্রান্ত হয়েছে।

টিএ/

পড়ুন: ফুটবল মাঠে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক সমর্থকের মৃত্যু
দেখুন: মাছ ধরার উৎসবকে ঘিরেই সব উচ্ছ্বাস
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন