16 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ডেঙ্গুর অর্ধেকেরও বেশি রোগীর বয়স ১৫ থেকে ৩৫

চলতি বছরে ডেঙ্গুতে মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি রোগী ১৫ থেকে ৩৫ বছর বয়সী। আর মোট মৃত্যুর এক তৃতীয়াংশই এই বয়সীরা। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর সাথে অন্যন্য রোগ থাকায় মৃত্যু হয়েছে তাদের। তবে এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকে আসছেন বুকে ব্যথা এবং হাটু ব্যথা নিয়েও। কীটতত্ববিদরা বলছেন সারা বছর ব্যাপী ডেঙ্গুর প্রকোপ থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ হাজার ৭০২ জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে অর্ধেকেরও বেশি রোগী আক্রান্ত হয়েছেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী।

মোট এই বয়সীরা আক্রান্ত হয়েছে ৩২ হাজার ১৮৬ জন। আর প্রাণ ও হারিয়েছেন মোট মৃত্যুর এক তৃতীয়াংশ। অর্থাৎ ২৬৯ জনের ১০১ জনেরই বয়স ১৫ থেকে ৩৫ বছর।

এখনো দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় ২ হাজারের বেশি রোগী।

চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গুতে আক্রান্ত অনেকে জ্বর, ব্যথার সাথে আসছেন বুকে এবং হাটুতে ব্যথা নিয়ে।

কীটতত্ত্ববিদরা বলছেন, চলতি বছরের রাজধানীর অনেক স্থানে এখনো এডিশ মশার ঝুকিঁপূর্ণ ঘনত্ব রয়েছে। তাই শীতকালেও থাকবে ডেঙ্গুর প্রকোপ।

এডিশ মশার বংশ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ ও দেন কীটতত্ত্ববিদরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন