বরগুনায় হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে সয্যা সংকট। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হওয়ায়, বিপাকে পড়ছে চিকিৎসকরা। রোগীদের অভিযোগ, ঠিকমতো পরিস্কার পরিচ্ছন্ন না করায়, বরগুনা জেনারেল হাসপাতাল এখন ডেঙ্গুর কারখানা।
বরগুনার ১২ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল, ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতাল। সেই ২০১৮ সালে উদ্বোধন করা হলেও, এখনো জনবল নিয়োগই শেষ হয়নি। গত ছয় বছরে আসেনি বরাদ্ধ দেওয়া প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী।
বাইরে থেকে চাকচিক্য দেখা গেলেও, হাসপাতালের ভেতরে যেখানে সেখানে ময়লার ভাগার। স্তুপ করে রাখা ময়লা-আবর্জনায় বাড়ছে রোগজীবাণু ছড়ানোর শঙ্কা। পরিচ্ছন্নতার অভাবে টয়লেটগুলোও হয়ে আছে ব্যবহারের অনুপযোগী।
সম্প্রতি দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব বাড়ায়, হাসপাতালটিতে প্রতিদিনই রোগী আসছেন। গত ১৫ দিনে চিকিৎসা নিয়েছেন অন্তত ২৩৩ ডেঙ্গু রোগী। কিন্তু চিকিৎসায় বাধ সাধছে হাসপাতালের পরিবেশ।
রোগীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে নামমাত্র ঔষুধ। অধিকাংশই কিনতে হচ্ছে বাইরে থেকে। রোগীদের সেবায় নার্স ও চিকিৎসকদেরও রয়েছে অবহেলা।
সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন সুশীল সমাজের মানুষজন।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম নজমূল আহসান জানান, চিকিৎসক ও জনবল সংকটের কথা।
তবে রোগ বাঁধানোর আগেই, ডেঙ্গু রোধে সকলকে আগাম সচেতন হওয়ার আহ্বান করেন সংশ্লিষ্টরা।